Thursday, March 8, 2018

কিভাবে Adsense Account Problem fix করব

আসলামুআলাইকুম..প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছ ।আমরা সবাই জানি ব্লগিয়ের মাধ্যমে আয় করা যায় এবং এটা করার জন্যে আমাদের Google Adsense এ যোগ দিতে হবে । কেননা Adsense আমাদের কাজের বেতন দিবে তখনই যখন আমরা Adsense এ যোগ দেব । বন্ধুরা আমরা আমাদের Google Adsense Login করলে অনেক রকম সমস্যা দেখা দেয় । এর মধ্যে login Problem অনেক বড় সমস্যা যেমন নিচের ছবির মতো।

তবে আমরা অনেক সময় চিন্তা করি কিভাবে এই সমস্যা ঠিক করব । তো চলুন দেখি কিভাবে আমরা এ সমস্যার প্রতিরোধ করব । এজন্য আমাদের Adsense এর sidebar এ দেওয়া Send Feedback এ ক্লিক করতে হবে ।এবার আমাদের নিচের চিএর মতো লিখতে হবে।

ছবির মতো লেখা হলে আপনার এবার নিচ Click লেখায় ক্লিক করলে screen shot দিয়ে দিন ।তাহলে একটা message চলে যাবে এবং ২৪ ঘন্টার মধ্যে আপনার mail ঠিকানায় একটা চিঠি যাবে এবং এতে আপনার সমস্যার ফলাফল জানানো হবে ।



Monday, March 5, 2018

Contact us

Your Name :
Your Email: (required)
Your Message: (required)

Saturday, March 3, 2018

Computer চলবে এবার মুখের কথায়

প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভাল আছেন । আজ আমি দেখাব কিভাবে কম্পিউটারকে আপনার মুখের কথায় চলানো যায় । চলো বন্ধু দেখি কিভাবে এটি করা যায় । এজন্য প্রথমে তোমাদের Start Manu এ গিয়ে windows speech recognition এ ক্লিক করে Appটি চালু করতে হবে ।এরপর app টি চালু হলে নিচের মতো আসলে Next এ ক্লিক করি ।
 
এরপর আবার নিচের ছবির মতো আসবে সেখানে দেখানো জিনিস যদি আপনার থাকে তবে তা চুচ করুন না থাকলে Other চয়েস করুন ।
 
এরপর শুধু Next\Next\Next এ ক্লিক করলে হয়ে যাবে । এবং অবশেষে নিচের মতো আসলে একটা ক্লিক করে চালু আবার একটা ক্লিকে বন্ধ করতে পারবেন ।
এবার থেকে আপনি যা বলবেন আপনার কম্পিউটার তা করবে । ভাল লাগলে কমেন্ট করবেন ।  

Thursday, March 1, 2018

কিভাবে Blogger xml Sitemap তৈরি করব

প্রিয় বন্ধুরা তোমরা যারা Blogger তারা অনেক সময় xml Sitemap তৈরি করা অনেক কঠিন মনে কর এই কাজটা আসলে অনেক সহজ । এজন্য এখানেhttp://ctrlq.org/blogger/ ক্লিক করো । এরপর নিচের মতো আসলে তোমার URL দিয়ে দাও।


এরপর Generate sitemap এ ক্লিক করলে তৈরি হয়ে যাবে আপনার ব্লগের xml Sitemap.

Wednesday, February 28, 2018

কিভাবে modem এ Connect field ঠিক করব

প্রিয় বন্ধু আমরা Gp Modem ব্যবহার করতে করতে দেখা যায় Connect Field দেখায় । এটা হওয়ায় আমরা অনেকেই দুচিন্তায় পড়ে যাই । চলুন দেখি এটা কিভাবে ঠিক করা যায় । প্রথমে কিবোর্ডের সাহার্যে win+r চাপুন । এবার নিচের চিএর মতো regedit টাইপ করে Ok ক্লিক করি ।

এরপর নিচের ছবির মতো প্রথমে HKEY_Local _MACHINE এরপর SYSTEM তারপর Current controlSet এবং Service এ ক্লিক করি ।
 
এবার RasMan ফাইলটি খ‍ুঁজে ক্লিক করি নিচের মতো..
এবার ডানপাশের ফাইলটি ডাবল ক্লিক করি এরপর একটা text আসবে সেখানে নিচে SeLoadDriverPriviege লিখে Ok চাপতে হবে উপরের ছবির মতো । এরপর কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে তারপর Modem Connect হবে । সবাই কমেন্ট করবেন । 

Monday, February 26, 2018

কিভাবে google Scarch Engine এ website Submission করব

প্রিয় বন্ধুরা আমরা যারা ব্লগে নতুন তাই আমরা ব্লগ সম্পর্কে বেশি কিছু জানি না । আমরা আমাদের পোষ্টগুলো google Scarch Engine এ পাই না । কারণ আমরা আমাদের blog Google console Submit করিনি । আমাদের বেশি ভিজিটরের জন্য google console Submission করা খুবই প্রয়োজন । চলুন দেখি কিভাবে google scarch console submit করা যায় ।

প্রথমে আমাদের google Scarch console লিখে Scarch করতে হবে । এবার নিচের ছবির মতো ক্লিক করতে হবে । 
ক্লিক করার পর নিচের মতো আসলে আপনার domain name অর্থাৎ website address টি দিয়ে দিন ।


এরপর আবার নিচের মতো এলে চিএ অনুযায়ী  HTML tag এ ক্লিক করে Html টি copy করুন ।
 তারপর আপনার ব্লগে গিয়ে Theme এ ক্লিক করে Edit Html এ ক্লিক করুন ।

এবার নিচের মতো এলে Html এর যেকোন স্থানে ক্লিক করে Ctrl+f  চাপুন ।দেখবন একটি Scarch Box আসবে সেখানে টাইপ করুন <HEAD> এবং Enter. এবার html Head এর নিচে আপনার copy করা সেই Html টি paste করুন এবং পাশে দেওয়া hide warning এ ক্লিক করে save theme এ চাপুন ।
 
এবার আপনার সেই scarch console এ যান এবং নিচের মতো verify এ ক্লিক করুন ।
এবার যদি আপনি সঠিকভাবে কাজ করেন তাহলে নিচের মতো আসবে এবং আপনার ব্লগটি verify হয়ে যাবে ।


Monday, February 5, 2018

Website তৈরি করার প্রদ্ধতি

আসসালামুআলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । বন্ধুগণ বর্তমান সময়ে সবারই প্রায় নিজস্ব Website আছে । Website ছাড়া ইন্টারনেট ব্যবহারে কোন মজা নেই । আমাদের একটা নিজস্ব Website থাকা খুবই প্রয়োজন । আবার আমরা কখনো চিন্তা করি যে আমাদের তো কম্পিউটার নেই কাজেই Website তৈরি করব কি দিয়ে । এখন Website তৈরি করতে আর কম্পিউটার লাগে না এটি করা যায় আপনার প্রিয় Android ফোনে । আমরা অনেকেই জানি না কিভাবে Website তৈরি করতে হয় । চলুন শিখে নেই কিভাবে একটি website তৈরি করতে হয় ।
--------------------------------------------
 প্রথমে আমাদের Google Playstore থেকে Wordpress app টি Install করতে হবে । App টির লোগো নিচের ছবি থেকে দেখে নিন ।

এবার App টি Install হলে App টি চালু করুন । নিচের মতো এলে Create A

Wordpress Website এ ক্লিক করুন ।
এরপর নিচের ছবির মতো এলে ফরম টি পূরণ করুন ।
** Email--আপনার gmail Account ..যেমন: Abcd12@gmail.com
**Username--- আপনার gmail এর আগের অংশ। যেমন: Abcd12
**Password—আপনার gmail Account এর পাসওয়ার্ড ।
**Blog Address—আপনি যে নামে Website তৈরি করতে চান । যেমন: Myweb2.wordpress.com ইত্যাদি
এরপর Create Account এ ক্লিক করলে তৈরি হয়ে যাবে আপনার Website..

বি:দ্র: সকল তথ্য আপনার মতো ব্যবহার করুন । যেমন: Email.Username.Password.blog Address..


কিভাবে Adsense Account Problem fix করব

আসলামুআলাইকুম..প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছ ।আমরা সবাই জানি ব্লগিয়ের মাধ্যমে আয় করা যায় এবং এটা করার জন্যে আমাদের Google Adsense এ যে...