প্রিয় বন্ধুরা আমরা যারা ব্লগে নতুন তাই আমরা ব্লগ
সম্পর্কে বেশি কিছু জানি না । আমরা আমাদের পোষ্টগুলো google Scarch
Engine এ পাই না । কারণ আমরা আমাদের blog Google console
এ Submit করিনি । আমাদের
বেশি ভিজিটরের জন্য google console এ Submission করা
খুবই প্রয়োজন । চলুন দেখি কিভাবে google scarch console এ submit করা যায় ।
প্রথমে আমাদের google এ Scarch console লিখে Scarch করতে হবে । এবার নিচের ছবির মতো
ক্লিক করতে হবে ।
ক্লিক করার পর নিচের মতো আসলে আপনার domain name অর্থাৎ website address টি দিয়ে দিন ।
এরপর আবার নিচের মতো এলে চিএ অনুযায়ী HTML tag এ ক্লিক করে Html টি copy করুন
।
তারপর আপনার ব্লগে গিয়ে Theme
এ ক্লিক করে Edit Html এ ক্লিক করুন ।
এবার নিচের মতো এলে Html এর যেকোন
স্থানে ক্লিক করে Ctrl+f চাপুন ।দেখবন একটি Scarch Box আসবে সেখানে টাইপ করুন <HEAD> এবং Enter. এবার html এ Head এর নিচে আপনার copy করা সেই Html টি paste করুন এবং পাশে দেওয়া hide warning এ ক্লিক করে save theme এ চাপুন ।
এবার আপনার সেই scarch console এ যান এবং
নিচের মতো verify এ ক্লিক করুন ।
এবার
যদি আপনি সঠিকভাবে কাজ করেন তাহলে নিচের মতো আসবে এবং আপনার ব্লগটি verify হয়ে
যাবে ।
No comments:
Post a Comment