প্রিয় বন্ধু আমরা Gp Modem ব্যবহার করতে করতে দেখা যায় Connect Field দেখায় ।
এটা হওয়ায় আমরা অনেকেই দুচিন্তায় পড়ে যাই । চলুন দেখি এটা কিভাবে ঠিক করা যায় ।
প্রথমে কিবোর্ডের সাহার্যে win+r চাপুন । এবার
নিচের চিএর মতো regedit টাইপ করে Ok ক্লিক করি ।
এরপর নিচের ছবির মতো প্রথমে HKEY_Local _MACHINE
এরপর SYSTEM তারপর Current controlSet এবং Service এ ক্লিক করি ।
এবার RasMan ফাইলটি খুঁজে ক্লিক
করি নিচের মতো..
এবার ডানপাশের ফাইলটি ডাবল ক্লিক করি এরপর একটা text আসবে সেখানে নিচে SeLoadDriverPriviege লিখে Ok চাপতে হবে উপরের ছবির মতো । এরপর কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে তারপর Modem Connect হবে । সবাই কমেন্ট করবেন ।
No comments:
Post a Comment