Monday, February 5, 2018

Website তৈরি করার প্রদ্ধতি

আসসালামুআলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । বন্ধুগণ বর্তমান সময়ে সবারই প্রায় নিজস্ব Website আছে । Website ছাড়া ইন্টারনেট ব্যবহারে কোন মজা নেই । আমাদের একটা নিজস্ব Website থাকা খুবই প্রয়োজন । আবার আমরা কখনো চিন্তা করি যে আমাদের তো কম্পিউটার নেই কাজেই Website তৈরি করব কি দিয়ে । এখন Website তৈরি করতে আর কম্পিউটার লাগে না এটি করা যায় আপনার প্রিয় Android ফোনে । আমরা অনেকেই জানি না কিভাবে Website তৈরি করতে হয় । চলুন শিখে নেই কিভাবে একটি website তৈরি করতে হয় ।
--------------------------------------------
 প্রথমে আমাদের Google Playstore থেকে Wordpress app টি Install করতে হবে । App টির লোগো নিচের ছবি থেকে দেখে নিন ।

এবার App টি Install হলে App টি চালু করুন । নিচের মতো এলে Create A

Wordpress Website এ ক্লিক করুন ।
এরপর নিচের ছবির মতো এলে ফরম টি পূরণ করুন ।
** Email--আপনার gmail Account ..যেমন: Abcd12@gmail.com
**Username--- আপনার gmail এর আগের অংশ। যেমন: Abcd12
**Password—আপনার gmail Account এর পাসওয়ার্ড ।
**Blog Address—আপনি যে নামে Website তৈরি করতে চান । যেমন: Myweb2.wordpress.com ইত্যাদি
এরপর Create Account এ ক্লিক করলে তৈরি হয়ে যাবে আপনার Website..

বি:দ্র: সকল তথ্য আপনার মতো ব্যবহার করুন । যেমন: Email.Username.Password.blog Address..


No comments:

Post a Comment

কিভাবে Adsense Account Problem fix করব

আসলামুআলাইকুম..প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছ ।আমরা সবাই জানি ব্লগিয়ের মাধ্যমে আয় করা যায় এবং এটা করার জন্যে আমাদের Google Adsense এ যে...